ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচনের বিরোধিতা করছে। নির্বাচন ফেব্রুয়ারীতেই অনুষ্ঠিত হবে; এ নির্বাচন ঠেকানো ক্ষমতা কারো নেই।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরের রাজঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ নির্বাচনী টানেলে ডুকে গেছে। এ নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক নির্বাচন ফেব্রুয়ারীতেই অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী হলে প্রাধান্য পাবেন ফটিকছড়ির উন্নয়ন।
ব্যবসায়ী শিল্প গ্রুপদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা (শিল্পগ্রুপদের) ফটিকছড়িতে বিনিয়োগ করুন। চট্টগ্রাম বন্দর থেকে ফটিকছড়ির দুরুত্ব মাত্র ১ ঘন্টার পথ। ফটিকছড়ির মানুষ খুব কর্মঠ। এখানে ১৮ টি চা বাগান, ৬ টি রাবারবাগান ও গ্যাসফিল্ড রয়েছে। এখানে শিল্পকারখানা গড়া হলে ফটিকছড়ির মানুষের সহযোগিতা পাবেন। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’
প্রশাসনের কর্মকর্তাদের হুশিয়ারী করে সরওয়ার আলমগীর বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেলেও প্রশাসনের ভিতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে আছে। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ‘আপনারা ভাবছেন আপা (শেখ হাসিনা) দিল্লী থেকে ফিরবে। নিশ্চিত থাকুন আপা আর ফিরে আসবেনা।’
ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, আবু আজম তালুকদার, আবুল হোসেন আবু, আবুল খায়ের, আহম্মদ ছাফা, মো. এনাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন বাচ্চু, সফিউল আলম, শাহারিয়ার চৌধুরী, নুরুল হুদা, সোলায়মান, আজম খান, জাহেদ মেম্বার, দৌলত মিয়া, মোজাম্মেল, কুতুবি, রশিদ চৌধুরী, নাসির কন্টাকটার, সমসু মেম্বার, নজরুল, জসিম উদ্দিন নান্নু, আবু সালেহ, আজিজ, শহিদুল হক, শহীদ, হাসান, লিটন, মামুন সরোয়ার, একরাম, এমদাদ, আমান,মহিউদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু প্রমুখ।