ঢাকাSunday , 28 September 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসায় শিক্ষকদের হুমকির প্রতিবাদে; শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

ctg news
September 28, 2025 10:07 am
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট অরাজকতা, শিক্ষকদের নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার এবং চাকরিচ্যুতির হুমকির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আদর্শ শিক্ষক ফেডারেশন।

এসময় বক্তারা বলেন, কয়েকজন বহিরাগত সন্ত্রাসী, দুর্বৃত্ত এবং অভ্যন্তরীণ স্বার্থান্বেষী ব্যক্তির যোগসাজশে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ষড়যন্ত্রমূলকভাবে ভিন্ন মতাদর্শের ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবি জানিয়ে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি প্রাক্তন ছাত্রদের ভুয়া ব্যানার ব্যবহার করে মব তৈরির ষড়যন্ত্র চলছে। এতে মাদ্রাসার সাবেক অধ্যক্ষের অনুসারী কিছু শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্র সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

এ পরিস্থিতিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হীন চক্রান্ত চলতে দেওয়া যায় না।

প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন, আদর্শা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ মুরাদ, মো. আইয়ুব, মাওলানা সামসুদ্দিন, ওবায়দুল আকবর, প্রভাষক জয়নাল আবেদিন, মাওলানা মোহাম্মদ মামুন প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।