ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট অরাজকতা, শিক্ষকদের নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার এবং চাকরিচ্যুতির হুমকির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আদর্শ শিক্ষক ফেডারেশন।
এসময় বক্তারা বলেন, কয়েকজন বহিরাগত সন্ত্রাসী, দুর্বৃত্ত এবং অভ্যন্তরীণ স্বার্থান্বেষী ব্যক্তির যোগসাজশে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ষড়যন্ত্রমূলকভাবে ভিন্ন মতাদর্শের ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবি জানিয়ে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি প্রাক্তন ছাত্রদের ভুয়া ব্যানার ব্যবহার করে মব তৈরির ষড়যন্ত্র চলছে। এতে মাদ্রাসার সাবেক অধ্যক্ষের অনুসারী কিছু শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্র সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
এ পরিস্থিতিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হীন চক্রান্ত চলতে দেওয়া যায় না।
প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, আদর্শা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ মুরাদ, মো. আইয়ুব, মাওলানা সামসুদ্দিন, ওবায়দুল আকবর, প্রভাষক জয়নাল আবেদিন, মাওলানা মোহাম্মদ মামুন প্রমূখ।