ঢাকাWednesday , 30 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

উৎসব মুখর পরিবেশে ওমান বাংলাদেশ দূতাবাসের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন ; একই সাথে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন

ctg news
April 30, 2025 2:33 pm
Link Copied!

প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক

ওমানের রাজধানীর মাস্কাট হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ওমানের বিশিষ্ট নাগরিক, সামরিক কর্মকর্তা এবং স্থানীয় ওমানী, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বরণ করেন মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি খালিদ আল মুসলাহি।

দু,দেশর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে অতিথিদের সাথে নিয়ে ৫৫তম স্বাধীনতা দিবসের কেক কাটেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে তুলে ধরেন ও আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মান্যবর রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে নাচে-গানে এবং নাটিকায় বাংলাদেশের সাংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যে তুলে ধরেন বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা।

একই সাথে বৈশাখী মেলারও আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
বাঙ্গালীর ঐতিহ্যে দিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল, সাদা-লাল রঙের জামদানি দিয়ে সাজতে দেখা যায় বাঙ্গালী রমনীদের।
স্থান পায় ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ মুগ্ধ প্রদর্শনী।

পরে বিভিন্ন স্টল গুরে দেখেন মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম ও তার সহধর্মিণী।

দূতাবাসের এমন আয়োজনে খুঁশি প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশীর সন্তানেরাও ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।