ঢাকাSunday , 6 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান

Ctg@news24
April 6, 2025 7:21 pm
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি : উত্তর ধুরুং গুড উইল সোসাইটি কর্তৃক আয়োজিত ডে নাইট অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার উত্তর ধুরুং হযরত ছাদেক আলী খলিফা গায়েবী জামে মসজিদ সংলগ্ন মাঠে মাষ্টার ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি লোকমান হাকিম ও সজীবের যৌথ সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরীর, প্রধান অতিথি ছিলেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাষ্টার তৌহিদুল আলম,মাষ্টার শহিদুল আলম,আব্দুল মাবুদ, ক্লাব সভাপতি আবু তালেব,তারেকুল ইসলাম, টুর্নামেন্টের আহবায়ক ফিরোজ, শাহীন সহ প্রমুখ

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে গেলে মাঠের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে।
যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন খেলাধুলা শুধু মানসিক শান্তি নয় শরীরকে সুস্থ রাখতে এবং খেলাধুলার কোন বিকল্প নেই। আইচগাতী যুব সমাজকে খেলাধুলার জন্য যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
উত্তর ধুরুং গুড উইল সোসাইটি কৃতিক আয়োজিত ডেনাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।