ঢাকাThursday , 9 October 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা-এ ইয়াজ দাহুম উদযাপন

ctg news
October 9, 2025 1:18 pm
Link Copied!


নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি।

ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা-এ ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ হুমায়ুন কবির মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ ভুঁইয়া, এড. লিয়াকত আলী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা মনসুর আলম চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন রেজবী, মাওলানা আবু তাহের আল কাদেরী ও মাওলানা নেছারুল ইসলাম কাদেরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য শিক্ষা ও আত্মশুদ্ধির প্রেরণা। নবী করিম (সাঃ)-এর আদর্শ বাস্তব জীবনে ধারণ করলেই সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে।

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মিলাদ ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।