নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি।
ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা-এ ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ হুমায়ুন কবির মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ ভুঁইয়া, এড. লিয়াকত আলী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা মনসুর আলম চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন রেজবী, মাওলানা আবু তাহের আল কাদেরী ও মাওলানা নেছারুল ইসলাম কাদেরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য শিক্ষা ও আত্মশুদ্ধির প্রেরণা। নবী করিম (সাঃ)-এর আদর্শ বাস্তব জীবনে ধারণ করলেই সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে।
পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মিলাদ ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।