ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ১৪ অক্টোবর গাউছুল আযম শাহছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান (বাবা ভান্ডারী) রহ. এঁর ১৬৩তম খোশরোজ শরীফ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-২ আজাদীবাজার জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ভজন কুমার বর্মণ, বাংলাদেশ সুপ্রীমকোর্টেরর আইনজীবী ও নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী ও উপাধ্যক্ষ খালেদ মোঃ সাইফ উদ্দিন কামরুল, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ফ.ম জামাল উদ্দিন, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম.এয়াকুব আলী, আশেকানে আউলিয়া সরকারী ডিগ্রী কলেজের প্রফেসর ডঃ মোজাহেরুল আলম, হোসেন শহীদ মুজিব আলম প্রমুখ।
বক্তব্য রাখেন- নানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন মঞ্জিলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল আলম মাইজভাণ্ডারী