ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি বক্তপুর দায়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে এক মিলনমেলা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে আজাদী বাজার হক স্কয়ার ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ব্যাচের শিক্ষার্থী হোসেন উদ্দিন ও নোমান আর রশীদ।
অনুষ্ঠানে শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বলেন, বিদ্যালয়ের সেই সোনালি দিনের স্মৃতি আজও হৃদয়ে অম্লান। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় সবার মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।
পরে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
শেষে মিলনমেলায় অংশগ্রহণকারীরা একসাথে নৈশভোজে মিলিত হন।