ঢাকাThursday , 2 October 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

১৬৩তম ওরশের প্রশাসনিক সভা: মাইজভান্ডারী সুফিবাদী দর্শন সাম্য-মৈত্রী ও মানবতার কল্যাণে নিবেদিত

ctg news
October 2, 2025 12:40 pm
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি:

শাহছুফী সৈয়দ গোলামুর রহমান, প্রকাশ বাবা ভান্ডারীর ১৬৩ তম খোশরোজ শরীফ প্রশাসনিক সমন্বয় সভায় বক্তারা বলেছেন, মাইজভান্ডারী সুফিবাদী দর্শন হচ্ছে সাম্য-মৈত্রী ও মানবতার কল্যাণে নিবেদিত। এই দর্শনকে অনেকে বার বার আঘাত করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতেও অনেক উষ্কানী দিয়েছেন। কিন্তু এই দর্শনে বিশ্বাসীরা তার প্রতিঘাত করেনি। তাই সুফিবাদী দর্শন যুগে যুগে “ইহ কালীন শান্তি ও পর কালীন মুক্তির পথ” দেখিয়েছে। সমাজে শান্তি প্রতিস্টায় মাইজভান্ডারী সুফিবাদী দর্শন চর্চার বিকল্প নেই।
গত রাতে মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া মঈনীয়া মঞ্জিলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সমন্বয় সভায় প্রধান অথিতি ছিলেন সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম.জি.আ)।
বিশেষ অথিতি ছিলেন, গাউছিয়া রহমান মঞ্জিলের ডা. সৈয়দ মিসকাতুন নুর মাইজভান্ডারী,
শাহজাদা সৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ ফাহিম মাইজভাণ্ডারী।
মাওলানা মুহাম্মদ বাকের আনসারী’র সঞ্চালিত
সভায় বক্তব্য রাখেন, ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাষ্টের মহা সচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আকরাম হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি -২ আজাদী বাজার কার্যালয়ের ডিজিএম ভজন কুমার বিশ্বাস, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদুল আলম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।