ঢাকাSaturday , 13 September 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি ফোরামের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ctg news
September 13, 2025 6:26 pm
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি ফোরামের আয়োজনে দ্বিতীয় আসরের ফুটবল টুর্নামেন্ট “FFIIUC Futsal Fiesta 2025” গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) নগরীর আমিন জুট মিলস সংলগ্ন SARM Strikers Zone টার্ফে অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার দাউদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালিব হোসেন রোমানের পরিচালনায় টুর্নামেন্টে আইআইইউসি’র শিক্ষার্থী ও এলামনাইদের প্রাণবন্ত অংশগ্রহণে সিনিয়র-জুনিয়রের দারুণ মেলবন্ধন সৃষ্টি হয়।

চ্যাম্পিয়ন হয় CSE ডিপার্টমেন্টের টিম “Runtime Error”, আর রানার আপ হয় ফার্মাসি ডিপার্টমেন্টের টিম “Antibiotic Avengers”।
ব্যক্তিগত পারফরম্যান্সে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম ফয়সাল “প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট”, আকিব মাহমুদ “বেস্ট কিপার” এবং আইন বিভাগের টিম “Legal Eagles” “ফেয়ার প্লে অ্যাওয়ার্ড” অর্জন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ফটিকছড়ি ফোরামের ধারাবাহিক আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করছে।

খেলায় উপস্থিতি ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, আইআইইউসির ফিন্যান্স ডিভিশনের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর ইয়াসিন আবু হাসান, সিভিল ডিপার্টমেন্টের লেকচারার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিক উল্লাহ, সাবেক সভাপতি মোহাম্মদ ইরফানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আনিসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল সাইদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদমান রাফিদ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ ওসমান, সাবেক সহ-সভাপতি শাহেদ আলম তানভীর, সাবেক সহ-সভাপতি আলী মর্তূজা প্রমুখ।

শেষে পুরস্কার বিতরণী ও সভাপতির বক্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।