ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে মাইজভান্ডারে বিএসপির কার্যালয়ে মতবিনিময় সভাটি হয়। এতে আসন্ন নির্বাচন, দলের চ্যালেঞ্জ ও সুন্নি ঐক্য জোটগতভাবে নির্বাচন বিষয়ে বিশদ আলোচনা করেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) জাতীয় স্থায়ী পরিষদের সদস্য, দপ্তর সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ ইব্রাহীম মিয়া সভায় আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। নির্বাচনে বিএসপির চ্যালেঞ্জ ও ইসলামী ঘরানার দলগুলো নিয়ে জোট গঠন এবং দলের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএসপির চেয়ারম্যান শাহ সুফি, আহলে সুন্নাত ওয়াল জামাতের শুরা সদস্য, বৃহত্তর সুন্নি জোটের শির্ষ নেতা শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে তৃণমূলে দলের ঐক্য সুসংহত করতে আমরা কাজ করছি। একই সাথে সুন্নি ঘরনার সবাইকে ঐক্যবদ্ধ করে শক্তভাবে ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি। এছাড়া তিনি বলেন, ‘সরকারকে দ্রুত সময়ে সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নেওয়া; ইসলামি মূল্যবোধ সমুন্নত ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা; খুন, গুম, হত্যা, নির্যাতনে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের ব্যবস্থা করা জরুরি মনে করছি। তিনি অনুষ্ঠেয় নির্বাচনে সুন্নি ঐক্যজোটের সর্বস্থরের নেতাকর্মীদের শক্তভাবে মোকাবেলার জন্য উদাত্ত আহবান জানান।
এসময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।