নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি।
ফটিকছড়িতে শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ ফটিকছড়ি শাখার উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা কেন্ত্রীয় দুর্গা মন্দির (সেবাখোলা) প্রাঙ্গনে ফটিকছড়ি উপজেলা শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদের পন্ডিত লিখন চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জম্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মিহির চক্রবর্তী।
এতে প্রধান আলোচক ছিলেন, শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি লায়ন অশোক কুমার নাথ।
রবিন দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমী উদযান পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সাধারন সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, বিশেষ অতিথি জুয়েল চক্রবর্তী, ধর্মীয় বক্তা সিদ্ধরসীক দাস শ্রী, উজ্জ্বল ব্রহ্মচারী, অধ্যাপক দয়াল কুমার রায়, প্রকৌশলী কাজল শীল, এড মিহির কান্তি দে, বাগিশিক ফটিকছড়ি সভাপতি মানস চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মাষ্টার লিটন কুমার।
এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিয় দেবী, রনজিত কুমার শীল, রুপম ভৌমিক, প্রতাপ রায়,বাবু বাচ্চু ঘোষ, বিল্পব দে, জয়পদ চন্দ, প্রদীপ রায়, পলাশ শীল, ভগিরঞ্জন নাথ, ডা.জয়ন্তু দাস জেকি, রুপন শীল,ইমন দেব, মিঠুন রায়, বাবু নান্টু কুমার দাস, বাবু সজীব দে, বাবু উজ্জ্বল দে, জুয়েল মনি পাল, নিউটন পাল, লিটন দে, সৌরভ পাল, পলাশ নাথ,দূজয় পাল, বাবু সবুজ দে, মিন্টু চন্দ্র নাথ চন্দন চক্রবর্তী প্রমুখ।