ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ হারুয়ালছড়ি শাহ্ আমিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বুধবার) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দঃ) বাংলাদেশ এর সভাপতি ও আল-আমিন হাশেমী দরবার শরীফ এর সাজ্জাদানশীন, কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতার প্রবাসী মুহাম্মদ এমদাদ হোসেন।
কোরআন ও হাদিসের আলোকে এসময় আলোচনা করেন হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী,মাওলানা মুফতি ওমর ফারুক নঈমী, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী,
মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্ আল নিশান
মুদাররিছ,মাওলানা হাফেজ মুহাম্মদ হাসান উদ্দীন হোসাইন আজাহারী, মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান কাদেরী।
মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে আলোচকবৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শই মানবজাতির জন্য পথ প্রদর্শক। মুসলমানদের উচিত তাঁর শিক্ষা অনুসরণ করে শান্তিপূর্ণ সমাজ গঠন করা।