ফটিকছড়ি প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছিল আওয়ামী লীগ। হিন্দুদের নিরাপত্তা দিবে বলে সব সময় সম্পদ লুটপাট করেছিল তারা। আজ লুটপাটকারীরা পালিয়েছে৷
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ তাঁর গ্রামের বাস ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কুমার চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন শাহীন, হাফেজ জয়নাল আবেদীন, সিরাজুদ্দৌল্লাহ্ চৌধুরী দুলাল, প্রভাষ দে, অশোক কুমার চৌধুরী, বাবলা দে, বিধান ভট্টাচার্য, রনজিত পাল, সজল পাল, সুজন দে, উজ্জ্বল শীল, রনজিত চৌধুরী, রাজিব চৌধুরী, কানু পাল, দয়াল শীল, বিপ্লব খাস্তগীর, অন্তু পাল, জীবঘোষ, গুরুপদ শীল, মিলন কান্ত নাথ, জীবন দে, পিন্ট শীল, সবুজ দাস, দুলাল শীল, রিপন পাল, সুজন, কৃষ্ণপদ, লিটন দে, বিপ্লব দাস, ভূবণ শীল, গুরুপদ শীল, সুজন দাস, অমি দাস, জয় দাশ, সনজয় দাস, প্রদীপ।