নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর চট্টগ্রামে আগমন উপলক্ষে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে সাদর অভ্যর্থনা জানান দলীয় নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামীর আন্দোলনকে আরও শক্তিশালী করতে চট্টগ্রাম অঞ্চলের নেতা-কর্মীদের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “চট্টগ্রামের কর্মীরা আমাদের শক্তির মূল উৎস। একসঙ্গে কাজ করে আমরা দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবো।”