চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসবে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে ফুল উৎসব ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ডিসি পার্কে বেলুন উড়িয়ে ফুল উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি এহছানুল হক বলেন, ‘ফুল উৎসব সকল বয়সী মানুষের জন্য। এখানে আপনারা যারা ফুলপ্রেমীরা আসছেন তারা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আসবেন। ফুল মানুষের মনকে পবিত্র করে।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস এর নেতৃত্বে শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর ঢোলের কারুকাজে বিমল জলদাস এর সানাইয়ের সুরের মূর্ছনায় জয়ঢাক বাদনে দিলিপ দাস, ঢোল বাদন পরিবেশনে বিধান দাস, আকাশ দাস, সুমন দাস প্রমুখ অংশগ্রহণ করেন।
পুরো অনুষ্ঠান জুড়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ এর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মুখরিত ছিল উৎসব অঙ্গন।
কর্তৃপক্ষ জানান গতবারের তুলনায় চার প্রজাতির ফুল বাড়িয়ে এবার মোট ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল দিয়ে ডিসি পার্ক সাজানো হয়েছে।
