চলছে শীতকাল। শীতের প্রকোপ বেড়েই চলেছে। এমতাবস্থায় হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২।
চলমান তীব্র শীত ও শৈত্যপ্রবাহের মধ্যে ক্রীসকপ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে রাউজান, রাঙ্গুনীয়া ও ফটিকছড়ি উপজেলার দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ২য় দিনের কর্মসূচি হিসেবে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর দপ্তরের আওতাধীন রাউজান উপজেলার বৃক্ষভানুপুর এলাকায় আদিবাসী জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোহাম্মদ মামুন অর রশিদ, এজিএম (সদস্য সেবা) আরিফ আহমেদ, এজিএম (আইটি) মোহাম্মদ আরিফুল ইসলাম, এজিএম (এইচআর/এডমিন) রেজাউল করিম আহম্মেদ, এজিএম (ওএন্ডএম) শেখ মোহাম্মদ ইমরান, এজিএম (ইএন্ডসি) মোহাম্মদ আজহারুল হক সহ অন্যন্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল জোনাল ও সাব জোনাল অফিস থেকেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান আছে। শৈত্যপ্রবাহের মধ্যে শীত বস্ত্র পেয়ে দুস্থ, গরিব, অসহায় মানুষগুলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের জন্য মঙ্গল কামনা করেন।
