চট্টগ্রাম ডেস্ক: গণমানুষের কাছে ইসলামের আহবান পৌঁছাতে আসন্ন দাওয়াতী পক্ষে সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে
মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণমানুষের কাছে ইসলামের আহবান পৌঁছাতে আসন্ন দাওয়াতী পক্ষে সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সর্ব পর্যায়ে গুণগত পরিবর্তন চায়।জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতি মুক্ত প্রশাসন ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। যেখানে মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত হবে। ভোটাধিকার প্রয়োগ ও গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারবে। জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই আগামী দিনের নতুন ও কাংখিত বাংলাদেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করছে।
আজ বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় এলাইট মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, জেলা মজলিসে শূরা সদস্য ডাঃ আবদুল জলিল সহ উপজেলা, থানা ও পৌরসভা নেতৃবৃন্দ।