ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের সেবা প্রদানে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
১১ আগষ্ট সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ সংবর্ধনা প্রাপ্ত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হলেন দাঁতমারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন চৌধুরী, ভূজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফ হোসেন,রোসাংগিরী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকারিয়া
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ দেশের সর্বনিম্ন প্রশাসনিক কাঠামো হলেও জনগণের সঙ্গে সরকারের সংযোগ স্থাপনের মূল কেন্দ্র। তাই দক্ষতা, নিষ্ঠা ও স্বচ্ছতার মাধ্যমে সেবা প্রদানের জন্য মাঠপর্যায়ে যারা কাজ করছেন, তারা সত্যিকার অর্থে পরিবর্তনের দূত।
পরে শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।