নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর নিবন্ধিত ৫৫ জন দরিদ্র জেলেদের মাঝে ছাগল, খোয়াড়, খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মৎস্য অধিদপ্তরের ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বিকল্প জীবিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিটি জেলেকে ২টি করে ছাগল, ছাগলের খোয়াড়, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলাম জানান,
হালদা নদীর রক্ষণাবেক্ষণ ও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, এবং জেলেদের মাছ শিকারে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে বিকল্প কর্মসংস্থান হিসেবে এসব ছাগল বিতরণ করা হয়। সুফলভোগীরা হালদা নদীতে আর মাছ শিকার করবেন না মর্মে উপজেলা মৎস্য অফিসের সাথে চুক্তি স্বাক্ষর করেন।
তিনি আরও বলেন, হালদা নদী রক্ষায় আমাদের এই বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চলমান থাকবে।