প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক
ইস্ট লন্ডনের বার্কিং এলাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো “সুইস কফি” ও “ইটালি পিজা”। উদ্বোধনী উপলক্ষে পিজ্জাতে আগামী ৭ই মে পর্যন্ত থাকছে ৫০% অফার।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ছিলো উপচে পড়া ভীড়। বাকিং এলাকা মুখরিত হয়ে ওঠে সাধারণ মানুষে।
বাংলাদেশী অধ্যুষিত এই এলাকায় এমন আন্তর্জাতিক মানের খাবারের দোকান উদ্বোধন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আকতারুল আলম, কাউন্সিলর শান্তু, কাউন্সিলর মুজিব, হাউস লিডার কাউন্সিলর রহিমা, ইস্ট লন্ডনের বিশিষ্ট ইমাম আব্দুল মোমেন, মাওলানা এরশাদ, মিলান মসজিদের খতিব জুনাইদ সুবহান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিমুল হক, চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট নাজিম উদ্দিন, ব্যারিস্টার জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম, বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের নাজিম উদ্দীন, ইব্রাহিম জাহান।
অনুষ্ঠানে অতিথিরা সুইস কফি ও ইটালি পিজার স্বাদ গ্রহণ করেন এবং উদ্যোক্তাদের এই সাহসী উদ্যোগের প্রশংসা করেন।
আগত অতিথিরা বলেন, বার্কিং এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন আধুনিক খাবারের দোকান খোলা কমিউনিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।
তারা এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি ও সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান।
অনুষ্ঠানজুড়ে আনন্দঘন পরিবেশ, বন্ধুত্বপূর্ণ মিলনমেলা এবং সুস্বাদু খাবারের মাধ্যমে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। সুইস কফি ও ইটালি পিজা ভবিষ্যতে বার্কিং তথা ইস্ট লন্ডনের একটি জনপ্রিয় মিলনকেন্দ্র হয়ে উঠবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন দোকান মালিক পক্ষ আলমগীর সওদাগর ,আবদুর রহিম ব্যাপারী ,মোশাররফ হোসাইন ও ইয়াকুব চৌধুরী।