এসকে টমাস
কুঁড়েঘর সনাতনী পরিবার(একটি স্বধর্ম অনুরাগী মানবতাবাদী ফেসবুক গ্রুপ)কুঁড়েঘর সনাতনী পরিবারের পথ চলা ২০২০ সাল থেকে।তখন থেকে পরিচালক এর দায়িত্ব পালন করেন জয় দে।তিনি ২ বছর দায়িত্ব পালনের পর ২০২১ সালের শেষের দিকে তিনি বাবলু দে কে দায়িত্ব হস্তান্তর করেন।পরবর্তী ২০২২ সালের শেষের দিকে জিকু দাশ কে দায়িত্ব দেন বাবলু দে।আর ২০২৪ সালে পরিচালকের দায়িত্ব দেন বাবু দে কে।এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের বর্তমান আবারও পরিচালনের দায়িত্ব দেওয়া হয় জয় দে কে। বিগত দিনেও তিনি পরিবারের জন্য গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে এসেছেন।
সাবেক পরিচালক জিকু দে বলেন ,আমরা আমাদের মেয়াদকালে চেষ্টা করেছি গ্রুপের মঙ্গলে কাজ করতে,এবং আশা করছি জয় দে দাদার হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাবে আমাদের প্রিয় পরিবার,সকল গ্রুপ মেম্বার,শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ,আপনারা সব সময় উনার পাশে থেকে আপনাদের সাধ্য মোতাবেক উনাকে সহযোগিতা করে যাবেন।
সাবেক পরিচালক বাবু দে বলেন, আমরা পদে বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী”
আমরা নতুন কিছু করতে চাই,
এর আগে ও ৩ জন দায়িত্ব পালন করেন পরবর্তী উনারা আমাকে দায়িত্ব দেওয়ার পর উনারা আগের মতই কাজ করে গেছেন আমি ও উনাদের মতই দায়িত্ব ছাড়া ও একই কাজ করে যাবো।
সাবেক পরিচালক বাবলু দে বলেন, আমরা পদ পদবী নিয়ে নয় সমাজের জন্য ভালো কিছু দিতে চাই তাই ২ বছর পর পর নতুন পরিচালক কে দায়িত্ব দি নতুন নতুন আইডিয়া যোগ করে সমাজের গরিব অসহায়দের জন্য আরও দ্বিগুন গতিতে কাজ করে যাওয়া জন্য পরে জয় দে কে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে গ্রুপে পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।