ঢাকাWednesday , 17 September 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির বিবিরহাটে ‘ফুড ওয়েল’ এর দ্বিতীয় শো-রুম উদ্বোধন

ctg news
September 17, 2025 4:01 pm
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে স্বনামধন্য মিষ্টান্ন ও বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফুড ওয়েল’ এর দ্বিতীয় শো-রুম উদ্বোধন হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাট বাসস্টেশন কলেজ মার্কেটে শো-রুমটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোজাম্মেল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের সাবেক আমীর মাষ্টার নাজিমুদ্দিন সিকদার, থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ ইলিয়াছ, রেজাউল করিম প্রমুখ।

ফুড ওয়েলের সত্ত্বাধিকারী মুহাম্মদ জাকির হোসেন বলেন, উন্নতমানের মিষ্টি ও বেকারি পণ্যের প্রতি ফটিকছড়িবাসীর একটা আকাঙ্ক্ষা রয়েছে। ক্রেতাদের চাহিদা মূল্যায়ণ করে বৃহত্তর ফটিকছড়িবাসীর দৌরগোড়ায় আমরা নিয়ে এসেছি সাশ্রয়ীমূলে মানসম্মত মিষ্টান্ন ও বেকারি পণ্য। আমি আশাকরি ফটিকছড়িবাসীর স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবারের জন্য এই ওয়েল ফুড শো-রুমে আসবেন। তিনি আরো জানান, নিত্য নতুন খাবার তৈরি ও খাবারের গুনগত মান ধরে রাখতে গ্রাহকের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বিবিরহাট হাতিরপুলের পাশে ফুড ওয়েল-এর আরও একটি শাখা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।