এস কে টমাস:
আগামী ২ মে ২০২৫, শুক্রবার, ওমানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বাইরের সবচেয়ে বড় বৈশাখী উৎসব—”বৈশাখী মেলা ২০২৫”। আয়োজনটি করছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান। প্রতিবছরের মতো এবারও ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বর্ণাঢ্য উৎসবের জন্য।
গত বছরের মেলায় যেখানে ৪ হাজার মানুষের জন্য প্রস্তুতি ছিল, সেখানে উপস্থিতির সংখ্যা ছাড়িয়ে যায় দ্বিগুণেরও বেশি। সেবার সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করেছে আরও সুপরিকল্পিতভাবে। প্রায় ১১ লক্ষ স্কয়ার ফুট ১ লক্ষ ৩০ হাজার মিটার জুড়ে এবারের মেলার পরিসর, যা হবে অতীতের যেকোনো আয়োজনের তুলনায় অনেক বড় এবং সুশৃঙ্খল।
বৈশাখী মেলা ২০২৫-এ যা থাকছে:
• বিশাল বৈশাখী মঞ্চ: যেখানে পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পীরা। আবহমান বাংলার জারী, সারী, ভাটিয়ালি, বাউল গান এবং ভান্ডারী সুরে মুখরিত হবে মঞ্চ। লালন কন্যাদের বৈরাগী রূপ, হাসন রাজার অনুরাগী এবং ঢোলের তালে দুলবে দর্শকরা।
• আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা: ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের উইংস ও গ্রুপগুলো তুলে ধরবে নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতি।
• বাংলাদেশি পণ্যের বিপুল সমাহার: অসংখ্য স্টলে থাকবে নানা ধরনের পণ্য, পোশাক, হস্তশিল্প ও দেশীয় সামগ্রী।
• স্বাদে ও ঘ্রাণে দেশি খাবার: দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার—ভাজাভুজি, পিঠাপুলি, বিরিয়ানি, খিচুড়ি, পান্তা ইলিশ—সব থাকবে এক ছাদের নিচে।
• মহিলাদের জন্য ফটো কর্নার ও শুটিং স্পট: স্মৃতির অ্যালবামে ধরে রাখার জন্য থাকছে বিশেষ ফটো ফ্রেম ও ব্যাকগ্রাউন্ড।
• খেলাধুলা ও প্রতিযোগিতা: থাকছে বাংলার ঐতিহ্যবাহী বলিখেলা, হাডুডু, দড়ি টানা, গুলতি ছোড়া, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন গেমস।
• ওয়াটার গেম ও রাইডস: বিশাল সুইমিংপুলে সাঁতার কাটা, জলরাশি, রাইডস, ছায়াঘেরা বিশ্রাম এলাকা এবং নির্মল বাতাসে মন জুড়ানো পরিবেশ।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলাকে সফল করতে তাঁরা নিরাপত্তা, ট্র্যাফিক ব্যবস্থা, পার্কিং ও ভলান্টিয়ার সাপোর্টসহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
এই মেলা শুধু বিনোদনের নয়, এটি প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রবাসে থেকেও বাঙালির প্রাণের উৎসব বৈশাখে প্রাণভরে আনন্দ করতে চাইলে, ওমানের এই মেলা হতে যাচ্ছে শ্রেষ্ঠ গন্তব্য।