এস কে টমাস, ওমান
গত ১২ এপ্রিল ২০২৫ রাজধানী মাস্কাটের আল সীব এলাকার একটি ফার্মহাউজে ওমানে বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এম, রাসেদুল ইসলাম মিয়াজির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, নৈশভোজ ও ওমানে বসবাসরত রাঙ্গুনিয়ার প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় ফোরামের ধর্ম সম্পাদক হাফেজ মোঃ মোজাম্মেল এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।এতে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এম রাসেদুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমান এর সঞ্চালনায় পূর্ণ মিলনে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মো:আলম, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, আজিজুল হক, সহ সভাপতি ওসমান তালুকদার, মোঃ এরশাদ, যুগ্ন সম্পাদক আজগর রানা, মোঃ পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল,কার্যকরী সদস্য টিপু সুলতান, মামুন, হেলাল, এরশাদ, ইমাম,পারভেজ, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিলেন বিভিন্ন খেলাধূলা যেমন ফুটবল, সুইমিং, গান, ইত্যাদি, পরে অনুষ্ঠানে আগত প্রবাসীরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ।