ডেস্ক নিউজ:
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুস সালাম, ঢাবির সাদা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. ইকরামুল হক, সাবেক ঢাবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ.ফ.ম ইউসুফ হায়দার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাবির কলা অনুষদের ডীন অধ্যাপক ড.ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রক্টর রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হাসান, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক জিন্না, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল, ফার্মেসির অধ্যাপক ড. আসলাম, মহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম সহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।