ঢাকাThursday , 8 January 2026
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. বোয়ালখালী
  15. মহানগর
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বললেন হুমাম কাদের চৌধুরী

Link Copied!

বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘জামায়াত একটি শিক্ষিত দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদেরও ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস ঘেঁটে দেখলেই সত্য স্পষ্ট হয়ে যায়।’

বৃহষ্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাটে এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের বলেন, “আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটা কোনো নতুন দাবি নয়, এটা ইতিহাস।”

রাঙ্গুনিয়ার মানুষ কখনোই চৌধুরী পরিবারের বাইরে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেড এর নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে উদ্বোধন করা হয়েছে এ কে এস ডায়াগনস্টিক সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কে এস ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে। ভবিষ্যতে উন্নত সেবা ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন এই উদ্যোগের সফলতা কামনা করেন এবং রাঙ্গুনিয়ার স্বাস্থ্যখাতে এটি একটি ইতিবাচক সংযোজন বলে মন্তব্য করেন। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় ডায়াগনস্টিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন হুমাম কাদের চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।