ঢাকাFriday , 25 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলার পৌর শাখার আওতাধীন ৩নং ওয়ার্ড কমিটির এক বছর পূর্তি উদযাপন

ctg news
April 25, 2025 10:12 am
Link Copied!

এস কে টমাস,প্রতিদিনের চট্টগ্রাম

জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলার পৌর শাখার আওতাধীন ৩নং ওয়ার্ড কমিটির এক বছর পূর্তি উপলক্ষে কেক কাঁটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কমিটির সম্মানিত  সভাপতি, দেবব্রত চক্রবর্তী (দেবু ) , রাঙামাটি পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অতুল প্রসাদ দাশ, এবং সহ সাধারণ সম্পাদক নিলয় দাশ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

৩নং ওয়ার্ড কমিটির সদস্যরা এক বছর ধরে নিজেদের প্রচেষ্টায় সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি আদিত্য চৌধুরী, সহ সভাপতি অর্ক চৌধুরী, সহ সভাপতি রাহুল ধর, সাধারণ সম্পাদক কৌশিক ধর, সহ সাধারণ সম্পাদক দিবাকর সেন, সাংগঠনিক সম্পাদক অর্ঘ্য চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক বিজয় দাশ, অর্থ সম্পাদক জয় দাশ, সহ অর্থ সম্পাদক অনিমেষ মৎসুদ্দী, দপ্তর সম্পাদক অংকন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক তন্ময় দাশ, প্রচার সম্পাদক জয়ন্ত দাশ, সহ প্রচার সম্পাদক জয়জিৎ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদিকা অংকিতা দে, সহ সাংস্কৃতিক সম্পাদিকা নয়নিকা দে, মহিলা সম্পাদিকা প্রমি দাশ, সহ মহিলা সম্পাদিকা অর্পিতা দে, সিনিয়র সদস্য আদিত্য দেওয়ানজী, সদস্য ঈশান বিশ্বাস, সদস্য নিলয় দাশ,সদস্য পূর্ণ দাশ এবং সদস্য শিশির দাশ।
জেলা কমিটি সভাপতি জানান, জাগো হিন্দু পরিষদ ৩নং ওয়ার্ড কমিটি সংগঠনের  কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য জেলা কমিটি থেকে ধন্যবাদ  । তাদের মধ্যে  এক বছরের  উল্লেখযোগ্য অনুষ্ঠান আয়োজনের মধ্যে ছিল  ভগবান শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তিমূলক সংগীত সন্ধ্যা ও ধর্ম সভা, এবং দূস্থ মানুষদের সেবা, বিবাহে আর্থিক অনুদান প্রদান।  এই কর্মকাণ্ডের মাধ্যমে  সংগঠনের কার্যক্রমকে সুদীর্ঘ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এবং প্রতিনিয়ত নতুন উদ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।