ঢাকাFriday , 18 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ষোলশহর রেল ষ্টেশনে জামায়াতের লিফলেট বিতরণ করেছেন শাহজাহান চৌধুরী

ctg news
April 18, 2025 4:20 pm
Link Copied!

প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক

“আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধানই চলবে—এটাই স্বাভাবিক” বলে মন্তব্য করেছেন প্রবীন পার্লামেন্টারিয়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদ্স্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “যিনি রাষ্ট্র দিয়েছেন, তিনি আইনও দিয়েছেন। সেই আইন বাস্তবায়িত হলে সমাজে কোন বৈষম্য থাকবে না। কেউ দশতলায় থাকবে, কেউ গাছতলায়—এই বৈষম্য ইসলাম চায় না।”

১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে কাজ করতে পারতো, তাহলে সমাজে কোনো অভাব থাকত না। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হতো এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতো। জামায়াতে ইসলাম সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতেই আমাদের প্রচেষ্টা।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, সাংবাদিক নেতা এবিএম ইমরান, মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম’সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নেতারা সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শ ও জামায়াতের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন নেতারা।

শাহজাহান চৌধুরী শেষে বলেন, “আমরা চাই একটি শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আল্লাহর দেয়া নিয়মেই চলবে সবকিছু। সেই সমাজে ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।