ঢাকাThursday , 17 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রস্তুতি সভা

ctg news
April 17, 2025 3:33 pm
Link Copied!

প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বর্ষাকালে নগরবাসীর দুঃখ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে এক সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৯ এপ্রিল রোজ শনিবার সকাল ৯টায় বাকলিয়ার মিয়াখান নগর অছিমিয়া রোড়স্থ দোস্ত মোহাম্মদ ভবনের মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে নগর জামায়াতে ইসলামীর দেওয়ানবাজারস্থ বিআইএ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা এড. আবু নাসের, আ ম ম মসরুর হোসাইন, তাওহিদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, সাদুর রশিদ চৌধুরী, এড. মোস্তফা গালিব, এমদাদুল হক, আ ন ম জোবায়ের, হাবিবুর রহমান, আমজাদ হোসাইন, আমান উল্লাহ, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন ও খালের খননের সার্বিক প্রস্তুতি বিষয়ে নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল খালপাড়ে গমন করেন। এতে উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, নায়েবে আমির আবুল মনসুর, জামায়াত নেতা ইয়াছিন আরাফাত, সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক জাহেদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।