ঢাকাTuesday , 15 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ডবলমুরিং থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও দাওয়াতী সমাবেশে মুহাম্মদ শাহজাহান

ctg news
April 15, 2025 4:10 pm
Link Copied!

প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা চাই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ। এই ধরনের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অবিরাম লড়াই করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৫৩ বছরে গড়ে ওঠা জঞ্জাল তথা ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেবেন এমনই প্রত্যাশা জনগণের।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট শুধু একটি বিপ্লব নয়, এটি একটি ঐতিহাসিক মহাবিপ্লব। এই বিপ্লবে দেশের তরুণরা রক্ত দিয়ে স্বাধীনতার নতুন সূচনা ঘটিয়েছে। দেশের মানুষ আবারও ন্যায়ের আলোয় জেগে উঠেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভারতের পদলেহন করে কেউ ক্ষমতায় আসতে পারবে না।

সোমবার রাতে আগ্রাবাদে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, দাওয়াতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সমাবেশের সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক-ই-আযম এবং সঞ্চালনায় ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম -১১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি।

প্রধান অতিথি মাওলানা শাহজাহান বলেন, ইহুদিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তারা আমাদের কেবলা বায়তুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা এটা যেনো ভুলে না যায় বায়তুল মুকাদ্দাস কখনোই তাদের দখলে যাবে না। মুসলমানদের হাতেই এই পবিত্র ভূমি ফিরে আসবে, আর ইহুদিরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরও বলেন, যে প্রজন্ম একদিন বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই প্রজন্মই আজ আবার ন্যায় ও ইনসাফের শ্লোগানে মুখর। আমরা রাজনীতি করি দেশ ও দেশের মানুষের কল্যাণে, পালিয়ে যাওয়ার জন্য নয়। আর যারা প্রাণের ভয়ে পালিয়ে যায়, তারা প্রকৃত দেশপ্রেমিক নয়। শেখ হাসিনার পালিয়ে গিয়েছিল অথচ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পালিয়ে যায়নি।

মাওলানা শাহজাহান বলেন, আগস্ট ও জুলাই মাসের চেতনায় আমাদের এ দেশকে এগিয়ে নিতে হবে। এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে কেউ যেন স্বৈরাচার হতে না পারে। ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশে ইতোমধ্যেই নব দিগন্তের সূচনা হয়েছে, বিনিয়োগ এসেছে, নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই অগ্রযাত্রা বজায় রাখতে হলে ‘জুলাই বিপ্লবের’ চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য ক্ষমতা দখল নয় বরং দেশের দারিদ্র্য, ক্ষুধা এবং ন্যায়বিচারহীনতা দূর করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইস্যুতে কোনো আপোষ নয়। আমরা এই দেশকে অন্য কোনো রাষ্ট্রের অনুগত হতে দেব না।

তিনি বলেন, দাওয়াতি গণসংযোগে নগরীর প্রতিটি নাগরিকের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে। এই বন্দর নগরীকে জামায়াতে ইসলামীর একটি দূর্গে পরিণত করতে হবে। তাই সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে দাওয়াতি পক্ষ বাস্তবায়নে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

ঈদ পুনর্মিলনী সমাবেশে ইসলামী সংগীত পরিবশেন করেন পারাবার শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।