ঢাকাSaturday , 12 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম কালচারাল একাডেমির ঈদ উৎসব সম্পন্ন

ctg news
April 12, 2025 5:18 pm
Link Copied!

প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক:

বিপ্লবোত্তর ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক ধারায় বর্ণাঢ্য আয়োজনে ঈদ উৎসব অনুষ্ঠান সম্পন্ন করেছে চট্টগ্রাম কালচারাল একাডেমি সিসিএ।
পবিত্র কুরআন তেলোয়াত অতপর কবি নজরুলের সেই বিখ্যাত রচনা ‘ওমন রমদানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ গানের ঝংকারে অনুষ্ঠানের সুচনা। এরপর
একে একে পরিবেশিত হতে থাকে হৃদয় জাগানো উদ্দীপনা মুলক গান। ২৪ বিপ্লব ও ফিলিস্তিন মুক্তির গান, আবৃত্তি, নাট্যক সহ নানা পরিবেশনায় দর্শক নন্দিত হয়ে উঠে সিসিএর ঈদ উৎসব।
জুমাবার ( ১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী বারো কোয়ার্ট ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদএর চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব সেলিম উল্লাহ জামান।
জনাব এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ উৎসবে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক ড. আ জ ম ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ জনাব আকবর খান, বিশিষ্ট গীতিকার সুরকার, ড.অধ্যক্ষ আব্দুল হালিম, সমাজসেবক এড. মাহবুব রহমান। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা বলেন অপ-সাংস্কৃতির ভয়ানক থাবা আমাদের ঈদ পরবের মতেে ধর্মীয় অনুষ্ঠানাদিও গ্রাস করে নিয়েছে। আমরা পোশাক থেকে শুরু করে সর্বস্তরে জাতীয়ভাবে এগুলোর চর্চায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। তারা বলেন, আলহামদুলিল্লাহ ২৪ বিপ্লবের পর এর একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঈদ মিছিল, ঈদ উৎসবের এসব আয়োজন আমাদের সুস্থ ঐতিহ্যকে ফিরিয়ে আনছে বলে অনুভব করছি। পাশাপাশি রাষ্টীয় ভাবে অপ সাংস্কৃতিরোধে নানা পদক্ষেপ পথহারা জাতিকে সঠিক দিকনির্দেশনা বলে আশাবাদী। অতিথিবৃন্দ চট্টগ্রাম কালচারাল একাডেমির এই আয়োজনকে অপ সাংস্কৃতিরোধে এক অনন্য পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন।
সিসিএর ঈদ উৎসবকে স্বার্থক করতে পরিবেশনায় অংশগ্রহন করে, চট্টলা গানের দল, পারাবার শিল্পী গোষ্ঠী, কর্ণফুলী থিয়েটার, সাগরিকা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নীহারিকা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, পাহাড়িকা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও তিতুমীর শিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মুস্তফা, সিসিএ নির্বাহী পরিষদ সদস্য শিল্পী সাহিদুল করিম খান, জনাব মুবারক হোসেন, জনাব আরিফ বিল্লাহ, জনাব রহমত উল্লাহ, সিসিএ জোন সেক্রেটারি জনাব সাঈদুল ইসলাম, শিল্পী জাকির হোসেন, সিসিএ সদস্য শিল্পী সাফায়াত উল্লাহ, শিল্পী মাসুম বিন মুহাম্মদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।