প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে দল মত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিত। সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কারো পক্ষে এককভাবে এই কাজ সম্পাদন করা একার পক্ষে সম্ভব নয়। তাই জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সরকার, সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সকলকে এগিয়ে আসতে সর্বস্তরের জনগণ ও জামায়াতের সকল জনশক্তিকে সহযোগিতা করতে হবে। চট্টগ্রাম মহানগরী জামায়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজে বাকলিয়া বির্যা খাল খনন ও পরিস্কার পরিচ্ছন্নতা পরিচালনা করবে।
শনিবার (১২ এপ্রিল) বাকলিয়া বির্যা খাল খনন কাজ পরিদর্শকালে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সাথে নগর জামায়াতের একটি টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন। উক্ত পরিদর্শন টিমে যারা উপস্থিত ছিলেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইঞ্জিনিয়ার ফাহমি, ইঞ্জিনিয়ার টিপু, বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ, নায়েবে আমীর আবুল মনছুর, ১৯ নং ওয়ার্ড আমীর শেখ আহমদ, সেক্রেটারি এস এম ইয়াছিন, নুরুল এরশাদ প্রমুখ।