ঢাকাWednesday , 7 January 2026
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. বোয়ালখালী
  15. মহানগর
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা

Link Copied!

আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচন রাঙামাটি – ২৯৯ আসনের গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচনী( অস্থায়ী) কার্যালয়ের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার (০৭ জানুয়ারি) সকাল ১১টায় হোটেল কসমস এর নীচ তলায় কোর্ট বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি – ২৯৯ আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি – ২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচনি পরিচালনা কমিটির আহবায়ক অমর চাকমা, পার্টির রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মো. আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী যুব সংহতি, রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে কোন নির্বাচনী পরিবেশ নাই।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী এর আচরণ এবং ভূমিকা রহস্যজনক, জেলার একজন নাগরিকের সাথে কি ধরনের আচরণ বা ব্যবহার করতে হয় মনে তার জানা নাই, নির্বাচনে নিরপেক্ষতা দেখানোর অর্থ এ-নয় যে, নাগরিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা।

জুঁই চাকমা বলেন,রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙামাটিতে কারো কোন মিশন বাস্তবায়ন করতে এসেছে বলে জেলার সাধারণ নাগরিকরা ধারনা করছেন, এধরনের আমলার নিবার্চনকালীন যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের আস্তা ফিরিয়ে আনতে এবং বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীকে সম্ভব হলে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহার করে নেয়ার জন্য আন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবি জানান জুঁই চাকমা।

আমরা ছাত্র-শ্রমিক-জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচারকে সরিয়েছি, নাজমা আশরাফীকে সরাতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুমকি দেন তিনি।

জুঁই চাকমা আরো বলেন, রাঙামাটির মানুষ অত্যান্ত নম্র এবং ভদ্র যাঁর কারণে নাজমা আশরাফীর মতো অতি দাম্বিক ও অসৌজন্য আচরণ করা লোক ডিসি হিসাবে দায়িত্ব পালন করতে পারছেন।

রাঙামাটিতে ভোটারদের, প্রার্থীদের এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা এখনো নিশ্চিত করা হয়নি। এখন চলছে-লেকচার,ফিকচার-ভাউচার এর কাজ। ভোটাররা এখনো বিশ্বাস করতে পারছেন না সঠিক সময়ে ভোট দিতে পরবেন কিনা।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় শত ঝুকি থাকা সত্বেও আমি এবং আমার পার্টি নির্বাচনে অংশ গ্রহন করছি।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি – ২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা আরো বলেন, তার নির্বাচনী ইশতেহারে সাংবাদিক/ গণমাধ্যমকর্মীদের জন্য চমক আছে।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় স্ব-স্ব জায়গা থেকে সর্তক থাকতে রাঙামাটি-২৯৯ আসনের সকল সংসদ সদস্য পদ প্রার্থী এবং ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান জুঁই চাকমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।