ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জামায়াতকে উদ্দেশ্য করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, আপনারা চট্টগ্রামে বলছেন—জামায়াত ইসলাম হবে সরকারি দল, বিএনপি হবে বিরোধী দল। আমরা বলি, জনগণ যদি চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দল হিসেবেই থাকবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি একটি বৃহৎ দল হিসেবে জনগণের রায় মেনে নেবে।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আগে নির্বাচনে আসুন। জয় পরাজয় পরে নির্ধারিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। তবেই দেখা যাবে আসল মধু কারা খায়।
২২ সেপ্টেম্বর (সোমবার) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে পৌরসভার ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কে.এম টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন, নাজিম উদ্দিন শাহীন, হাফেজ জয়নাল আবেদীন, নুরুল ইসলাম মেম্বার, বীরমুক্তিযোদ্ধা বজল আহমদ, মনছুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, আবু আজম তালুকদার, আহমদ ছাফা মেম্বার, আবুল কালাম চৌধুরী, জালাল উদ্দীন চৌধুরী, বেলাল উদ্দিন কাউন্সিলর,
পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাইফুল হায়দার রাসেল, মোঃ মামুন, শফি, আব্দুল মান্নান, আবুল হোসেন, রুবেল, শাহ আলম, কামাল, আহমদ ছাফা, আহমদ হোসেন, নুরুল আবছার, আনিস, এমদাদ, সাইফুদ্দিন।