নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও অনাচারে দেশবাসী অতিষ্ঠ হয়েছে। তবে গত এক বছরে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দলের কর্মকাণ্ড মানুষকে আরও বেশি হতাশ করেছে। তিনি বলেন, এরা এখন সন্ত্রাস ও চাঁদাবাজির দলে পরিণত হয়েছে, অথচ উল্টো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুয়াবিল চুরখাঁরহাট বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলম এবং সঞ্চালনা করেন যুবদল নেতা আমান উল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, নাছির উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা বজল আহমদ, খালেদ মাহমুদ বাবুল, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন বাচ্চু, আবু আজম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।