নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেয়ালিকা উন্মোচন, উপস্থিত বক্তব্য, বিতর্ক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয় মাঠে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু জাফর মুহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক মোঃ সোহরাব হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক, একাডেমিক সুপারভাইজার মোঃ আকরাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ, সহকারী প্রধান আবুল হাশেম, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ প্রমুখ।
এসময় বক্তারা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপন, পলিথিন ব্যবহার বর্জন, পরিবেশ দূষণ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন। এসময় শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেষ্ট থাকার অঙ্গীকার করেন। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করতে এবং তাদের সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে তুলতে বিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যতিক্রম আয়োজন হাতে নেন। পরে উপস্থিত বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।