নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিমউল্লাহ বাহার বলেছেন, ‘পিআর পদ্ধতিতে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। পিআর পদ্ধতি একটি গাদাখুরী পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে এদেশের মানুষ ভোট দিয়েও তাদের নেতা নির্বাচিত করতে পারবে না। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিআর পদ্ধতির সমর্থন করে না।’
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যতই ষড়যন্ত্র হোক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এই দেশের জনগণ ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিবে। ৭৫ পরবর্তী সময়ে আমাদের মহান নেতা মেজর জিয়াউর রহমান দেশকে পুর্নগঠন করে জামায়াতসহ সকল রাজনীতি দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এটি ছিল তাঁর মহানুভবতা। বিএনপি তাঁর আর্দশ ধারণ করে মানবিকতার পরিচয় দিচ্ছে। তবে ষড়যন্ত্র হলে সমুচিত জবাব দেওয়া হবে।’
এর আগে, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিমউল্লাহ বাহারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সঞ্চালনা করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার মফিজ, ইদ্রিস মিয়া ইলিয়াস, নুরুল ইসলাম তালুকদার, সুজা উদ্দিন চৌধুরী, মোঃ সরওয়ার উদ্দিন, বোরহান উদ্দিন, মহিন উদ্দিন চৌধুরী, হান্নান চৌধুরী, ইয়াকুব শহিদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক মোরশেদ হাজারী, সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে, দুপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে উপজেলা বিএনপির কার্যায়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা।