মাইকেল দাশ,প্রতিদিনের চট্টগ্রাম:
গত ২২ আগস্ট ২০২৫ (শুক্রবার) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চট্টগ্রাম জেলা নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সদস্য সচিব এইচ এম তাহির’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক শেখ মোঃ ইকরাম হোসাইন।
প্রধান আলোচক ছিলেন মহানগর শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক রিদুয়ানুল হাসান এবং বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক শাহরিয়ার হোসাইন আরিফ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির আহবায়ক এস এম ফয়সাল মাহমুদ, স্বেচ্ছাসেবক পার্টি মহানগরের আহবায়ক ফজলে রাব্বী, শ্রমিক পার্টি মহানগরের আহবায়ক আব্দুল মতিন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন—
জুলাই অভ্যুত্থানের এক বছর পরও দেশে চাপা উত্তেজনা বিরাজ করছে।
খুন, চাঁদাবাজি, ডাকাতি ও সংঘর্ষে দেশ যেন সিভিল ওয়ারের দিকে ধাবিত হচ্ছে।
এই অরাজকতা থেকে উত্তরণের জন্য সচেতন সমাজকে সাহসের সাথে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে শেখ মোহাম্মদ ইকরাম হোসাইন বলেন—
“দেশে আজ এমন পরিস্থিতি যে, মানুষ ভুলেই গেছে এখানে সরকার বা প্রশাসন আছে। সাধারণ মানুষের জানমাল থেকে শুরু করে সেতু-ফ্লাইওভারের নাটবল্টু পর্যন্ত নিরাপত্তাহীন। অথচ উপদেষ্টারা মিডিয়ায় এসে শুধু হতাশার গল্প শোনান কিংবা ওয়েস্টিনের হাঁসের স্বাদ নিয়ে ব্যস্ত থাকেন!
গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের দায়িত্ব আপনাদের কাঁধে ছিল, অথচ আপনারা অনেকেই ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স আর অবৈধ অর্থ গড়ার প্রতিযোগিতায় নেমেছেন। কারও কারও পিএ-পিতার অবৈধ বাণিজ্যের তথ্য পেয়ে আমরা নির্বাক হয়ে যাচ্ছি! ফ্যাসিস্টের অনুসারীদের উপহাস করার সুযোগ আপনারাই তৈরি করে দিচ্ছেন। এই ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন, তৌফিক আব্দুল্লাহ আল মুরাদ, মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম আহবায়ক মীর জাকির হোসেন, ইমরান হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।