রাফি চৌধুরী,সীতাকুণ্ড:
সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকার গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার (৪ জুলাই) রাতে দিকে গাড়ির চাকার বাতাস ভরার সময় হঠাৎ চাকা ব্লাস্ট হয়ে শুভ (২৩) নামের এক যুবকের মাথা আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাকার মধ্যে অতিরিক্ত হাওয়া ভরার সময় হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। চাকার বিস্ফোরণের তীব্রতায় লোকটির মাথা আঘাত হয়ে যায়। এই ঘটনার পর বাজার এলাকায় ও গ্যারেজগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত ব্যক্তি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের বাসিন্দা শুভ।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।