ঢাকাThursday , 3 July 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল উৎসব উদযাপন

ctg news
July 3, 2025 6:10 pm
Link Copied!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। ৩জুলাই সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে বিভিন্ন মৌসুমী ফলের সমারোহ হয়েছে। এ ফল উৎসবে অন্তত ১৩টি আইটেমের ফল সংগ্রহ করা হয়। সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর এবং সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জামায়াত সেক্রেটারি মোঃ তাহের, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ সলু, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, জুলাই যুদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যাক্ষ মাওলানা নুরুল কবীর।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয় মোহাম্মদ ওয়াহিদ, ইমরান হোসেন, ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন রিফাতসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসার দাবীদার।’ আমাদের সীতাকুণ্ডে বিভিন্ন ফলের বাগান রয়েছে। মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই।

এই ফল উৎসব শুধু ফলের স্বাদ আস্বাদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার এক কার্যকর পদক্ষেপ। এমন আয়োজন ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত জীবনে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।