ঢাকাSunday , 29 June 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

বার্মা কলোনীতে রিফিউজিদের জমি দখল, ক্ষুব্ধ এলাকাবাসি

ctg news
June 29, 2025 3:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদের বার্মা কলোনীতে রিফিউজিদের বরাদ্দকৃত জমি জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. ইউসুফ নামের এক প্রভাবশালী ভূমিদস্যুর বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশি প্রভাব ও রাজনৈতিক ছত্রছায়ায় ওই ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মালিকানাধীন জমিতে ভবন গড়ে তুলছেন। একইসঙ্গে স্থানীয় তরুণদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

রোববার (২৯ জুন) দুপুরে এই ঘটনার প্রতিবাদে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা ভবন নির্মাণ ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মো. ফাহিম জানান, বার্মা কলোনীর জমি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় থেকে রিফিউজিদের নামে বরাদ্দ। এসব প্লটে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহুতল ভবন নির্মাণ চলছে। ফলে পাহাড়ি পরিবেশও হুমকির মুখে পড়েছে।

অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার দুই ভগ্নিপতির পুলিশের সঙ্গে সম্পৃক্ততার সুবিধা নিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ ও ছাত্রদল নেতা সাইফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সবুজকে গ্রেফতারও করেছে পুলিশ।

ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বার্তা২৪.কম-কে বলেন, রিফিউজি এলাকায় বহুতল ভবন নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা খুব শিগগিরই ব্যবস্থা নিচ্ছি।

এলাকাবাসী বলছেন, ইউসুফের এই দখলদারিত্বের কারণে বার্মা কলোনী এখন বসবাসের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। তারা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।