প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের আর্থিক খাতকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে হলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি মাফিয়া কায়দায় ব্যাংক দখল, জালিয়াতির মাধ্যমে অর্থপাচারের সাথে জড়িত ও সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। ইউকেসহ বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ ফেরত এনে দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ উপলক্ষে আয়োজিত সিবিএফ মুরাদপুর অঞ্চলের উদ্যোগে বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএফ চট্টগ্রাম মহানগরী আমির শাজাহান মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার ড. হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব এবং সভাপতিত্ব করেন রাশেদুল আজম মঞ্জুর।
সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা শওকত হোসেন, রুহুল্লাহ, মুবিনুল হক, জানে আলম চৌধুরী, আলাউদ্দিন নাসিম, এমদাদ হোসেন চৌধুরী, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, নজরুল ইসলাম টিপু।