ঢাকাSaturday , 21 June 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাংগুনিয়া উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

ctg news
June 21, 2025 3:01 pm
Link Copied!

টমাস কান্তি নাথ

গত ২০ জুন শুক্রবার  জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান কুলকুরমাই শ্রী শ্রী দূর্গা ও কৃষ্ণ মন্দিরে  দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু ধর। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নির্মল কান্তি দাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট চন্দন কুমার তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি বিজয় কুমার সেন।
রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা শিক্ষক নির্মল কান্তি শীল, গোপাল কৃষ্ণ শীল, সহ সভাপতি উৎপল কুমার নাথ, সহ সভাপতি দীপক কুমার শীল, তড়িৎ দাশ গুপ্তা, শচীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন সাহা, মাস্টার রাজীব দত্ত, রতন কান্তি পাল, ধর্ম সম্পাদক অমূল্য বশাক, জগদীশ চন্দ্র দাশ, অনিক দে, মিলন বিশ্বাস, শ্যামল শ্যাম, টিস্যু দেব, সুজন নাথ, টুটুন দাশ গুপ্ত, অর্থ সম্পাদক উজ্জ্বল নাথ প্রমুখ।
শ্রীমদ্ভভাগবত গীতাপাঠের  মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির নবনির্মিত নেতৃবৃন্দের ফুল ও চিঠি দিয়ে বরণ করে নেয়া হয়। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দুপুরে লাঞ্চ শেষে  অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।