রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে ৭০ বছর বয়সী ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ ইউসুফ কে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। ১৯মে সোমবার রাত আটটার সময় রাউজান থানার সামনে থেকে তাকে আটক করে থানা পুলিশের একটি টিম। পরেরদিন মঙ্গলবার বেলা ১১টায় তার মামলার রুজু শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মোহাম্মদ ইউসুফ
রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাউদ্দিন খন্দকার বাড়ির মৃত মোঃ ইউনুচের ছেলে। জানা যায় একই এলাকার মোহাম্মদ জাকির হোসেনের ছেলে মোহাম্মদ জোবায়ের হোসেন বিগত ২৫/০২/২৪ তারিখে বাদী হয়ে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট -৬ চট্টগ্রাম বরাবর গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে সি আর ৮০/২৪ এর ৪৪৭/৪২৭/৫০৬(২) এর ধারায় মামলা করেন। এছাড়াও একই মামলার আরো দুই আসামী হলেন আটককৃত মোহাম্মদ ইউসুফের ছেলে মোরশেদ মোস্তফা প্রকাশ লকা (৪০) ও মোস্তফা মুরাদ (৩৭)। তথ্যমতে, বিগত ১৩/০২/২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল সাড়ে ৫টার সময় মামলার বাদী জোবায়ের হোসেনের বসতভিটী হতে সমূলে উচ্ছেদ করার লক্ষে আসামীগন বাদীর ঘর ভাঙচুর, বাদীর রোপন কৃত কলা গাছ কেটে নষ্ট করে দেই। ঘরে থাকা বাদীর ছোটভাই ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। আশেপাশের লোকজন ছুটে আসতে দেখে আসামীগন বাদীর ছোটভাইকে হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এতে প্রায় ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও আসামীগন একই এলাকার খন্দকার বাড়ির জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন মাদ্রাসায় নিজেদের জায়গা আছে দাবী করে মাদ্রাসা সীমানা প্রাচীর ও স্থাপিত ভবনে ভাঙচুরের অপচেষ্টা চালায় এবং তৎমর্মে মসজিদ কমিটির সভাপতি আলমগীরের নামে মিথ্যা অভিযোগ করেন। এইসব ঘটনা সমাজের প্রতিনিধিদের অবহিত করার পর ২৩/০২/২০২৪ তারিখ সকাল ১০টায় এলাকায় সালিশী বৈঠকের সময় নির্ধারণ করলেও আসামীগন সালিশ মানবেনা বলে প্রত্যাখান করে। পরবর্তীতে থানায় মামলা করিতে গেলে কতৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন এবং আদালতের নির্দেশনা মতে ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত প্রদান করেন। তারই পরিপেক্ষিতে ২৫/০২/২৪ তারিখে জোবায়ের হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন এবং তারই ধারাবাহিকতায় ২২/০৪/২৫ তারিখে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন দাখিল করিলে আদালত তা গ্রহন করে রাউজান থানাকে নির্দেশ প্রদান করেন এবং আসামী ইউসুফ কে গ্রেফতার করতে সক্ষম হন।