রাউজান,চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা ছিদ্দিকীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২মে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাউজান বাসীর ব্যানারে আয়োজিত সমাবেশ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষেরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, গত ৮ মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা ছিদ্দীকাকে রাউজান থেকে কুমিল্লা মনোহরগঞ্জে বদলি করা হয়েছে। কিন্তু তিনি এখনও যাচ্ছেন না। রাউজানে থেকে বিভিন্ন দূর্নীতির কাজ করছেন, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিক নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম।
যুবদল নেতা আবু বকর ছিদ্দিকীর পরিচালনায়
উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক সৈয়্যদ তৌহিদুল আলম, যুবদল নেতা তৈয়্যব সুলতান, সাদেক সুলতান পারভেজ, যুবদল নেতা মো. সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম, যুবদল নেতা সালাউদ্দিন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল, রকি, মাসুদ, ফাতেমা বেগম, শিখা রাণী দাশ।
সমাবেশে বক্তারা পিআইও আয়শা ছিদ্দিকী কর্তৃক পৌর যুবদল নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবী জানান।