প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক
চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “নতুন বাংলাদেশে জামায়াত বিভেদের নয়, বরং ঐক্যের স্বপ্ন দেখে—যেখানে শ্রমিক, মালিক ও সাধারণ মানুষ সবাই একত্র হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে।”
তিনি আরও বলেন, “যখন জাতি ঐক্যবদ্ধ হয়, তখন কোনো ফ্যাসিবাদী শক্তি টিকে থাকতে পারে না। এখনই দেশের স্বার্থে সবাইকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।”
২৯ এপ্রিল বিকেলে নগরের লালখান বাজারে আয়োজিত এক গণসংযোগ ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর আবু রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, নায়েবে আমীর আলী হায়দার এবং কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।