প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক
কেন্দ্র ঘোষিত কর্মসূচি দাওয়াতী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ১৬ নম্বর চকবাজার দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৯টায় চন্দনপুরা এক্সেস রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, চকবাজার দক্ষিণ সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিক, সেক্রেটারি মহিবুল হাসান, জামায়াত নেতা তামিম জুনায়েদ রাজীব প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ। এই ফরজ দায়িত্ব প্রতিটি মানুষের। যারা এই দায়িত্ব পালন করবে, তারা পরিপূর্ণ ঈমানদার এবং তারাই ইহকাল ও পরকালে সফল। জামায়াতে ইসলামী এদেশের প্রতিটি মানুষকে সেই সাফল্যের অংশীদার করতে ইসলামের ছায়াতলে আহ্বান জানাচ্ছে।