ঢাকাSunday , 27 April 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামকে যারা মানে এবং মনে প্রাণে বিশ্বাস করে তারাই শুধু মুক্তি পাবে: নজরুল ইসলাম

ctg news
April 27, 2025 5:59 pm
Link Copied!

প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামকে যারা মানে এবং মনে প্রাণে বিশ্বাস করে তারাই শুধু মুক্তি পাবে। ইসলামকে মানতে হবে পূর্ণাঙ্গরূপে। অন্য সকল মানদণ্ডের উপরে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক অঙ্গন সহ সকল ক্ষেত্রে ইসলামকে একমাত্র মুক্তির পথ হিসেবে গ্রহণ করতে হবে। ইসলামের যাবতীয় বিধি-বিধান মহান আল্লাহতালা পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তাতে নিহিত রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান। আল্লাহ তাআলা তা পূর্ণাঙ্গরূপে মানুষের কাছে দিয়েছেন। মহান আল্লাহ তা’আলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। ইসলাম এবং ইসলামী সমাজ ব্যবস্থাই একমাত্র মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। আখেরাতে নাজাত দিতে পারে। আল্লাহ তা’আলা বলেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। একজন ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গরূপে মানে তা তখনই বলা হবে, যখন সে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামের অনুশাসনকে মেনে চলবে।

তিনি গতকাল চট্টগ্রাম ব্যবসায়ীক ফোরাম এর জামালখান অঞ্চলের উদ্যোগে স্থানীয় একটি পার্টি হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম ব্যবসায়ীক ফোরাম এর অঞ্চল সভাপতি বিশিষ্ট শিল্পোদক্তা সাইয়েদ আল মামুনের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে গুরুত্বপূর্ণ দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শৃরা সদস্য ও চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম ফজলুল হক।প্রশিক্ষণ প্রোগ্রামে ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।