প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক
চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, সমাজে বিরাজমান নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আদর্শকে ভিত্তি করে একটি কল্যাণকামী সমাজ গঠন করা জরুরি। এ লক্ষ্যে গণমানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় গড়ে তোলা সময়ের দাবি। এ সময় তিনি ইসলামি আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বান জানান এবং দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশব্যাপী জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ৩৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পোর্ট কলোনির ১২ নম্বর মোড় এলাকায় বন্দর স্টেডিয়াম চত্বরে এক দাওয়াতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৩৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ফিরোজ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাহমুদুল আলম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের এমপি প্রার্থী শফিউল আলম।
আরও বক্তব্য রাখেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বন্দর থানার সভাপতি মুজাহিদ কুতুবী এবং আনন্দবাজার ওয়ার্ড সভাপতি জাহিদ হোসেন।