মোহাম্মদ তারেক,ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি, ২৩ এপ্রিল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে বুধবার দিনব্যাপী ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিবিরহাট বাজারে গণসংযোগ পক্ষ পালন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং কালিমা তাইয়্যেবার দাওয়াত প্রদান করা হয়। ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার এ মহৎ উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন (ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী),
জেলা দায়িত্বশীল মুহাম্মদ এজহারুল ইসলাম,
সাবেক উপজেলা আমির নাজিম উদ্দিন সিকদার,
উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু,
থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ,
শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন,
থানা অফিস সম্পাদক মুহাম্মদ আবু জাফর,
যুব বিভাগ সভাপতি নবীর হোসেন মাসুদ,
পৌরসভা সভাপতি জিয়াউল হক রুবেল ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন,
সাবেক ছাত্রনেতা ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এবং লন্ডন প্রবাসী মাসুদুর রহমান,
বিশিষ্ট শিল্পপতি ও জামায়াতে ইসলামী নেতা কাজী ইকবাল,
বিশিষ্ট ব্যবসায়ী ও নেতা দিদারুল আলম এবং মোহাম্মদ সেলিম উদ্দিন,
শ্রমিক নেতা লোকমান চৌধুরী,
জামায়াত নেতা এরশাদুল ইসলাম,
যুব নেতা সাইরান কাদের চৌধুরী
সহ অনেক নেতৃবৃন্দ।
এই দাওয়াতি প্রচারণা প্রোগ্রামের মাধ্যমে ইসলামী চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়া ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়াস চালানো হয়।